­

এলো কে কাবার ধারে || মতিউর রহমান মল্লিক || সাইমুম শিল্পীগোষ্ঠী

By 9:22 PM

 Kaba Sharif Beautiful Image | Kaba, Mecca wallpaper, Love in islam

এলো কে কাবার ধারে
আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও মা আমিনার
কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে।

মোতালিব আজকে কেন
বেঁহুশ হেন
বক্ষে খুশীর বান
বেদনার সুপ্ত ক্ষতে
হাত বুলাতে
কার এ আগমন
সাহারার হৃদয় ভরা
ঝর্ণাধারা
বইলো নাকিরে।।

বাগিচায় ছন্দ বিলায়
বুলবুলি হায়!
আজ সে দেওয়ানা
চুমু খায় প্রেমের ভাষায়
গভীর নেশায়
পেয়েই পরওয়ানা
গোলাবের অধর ভরে
খুশবু ঝরে
রয় না বাকীরে।।

আকাশে ভোরের রবি
মুগ্ধ কবি
আবেগ ছল ছল
বাতাসে ছন্দ অতুল
গন্ধ বকুল
সোহাগ তলমল
সাগরের উর্মিলালায়
দোদুল দোলায়
কার এ রাখী রে।।

বেদুইন থমকে দাঁড়ায়
দৃষ্টি ছড়ায়
নিবিড় আনন্দে
সাওয়ারীর লাগাম টানে
কাবার পানে
জান্নাতী ছন্দে
হৃদয়ের গভীর দেশে
কার পরশে
খুললো আঁখিরে।।

মানাতের শেষ হলো দিন
আজকে বিলীন
ঘোর আঁধারের যুগ
কাবাঘর দীপ্ত আবার
আলোয় হেরার
সমাপ্ত দুর্ভোগ
কালেমার শহদ বিলায়
আঁধার পাড়ায়
এ কোন সাকীরে।।

ইরানের নিভলো আগুন
জ্বললো দ্বিগুন
তৌহিদী রওশন
দানবের ঘর ভেঙ্গে তায়
গড়লো সেথায়
বেহেশতি গুলশান
আযাযিল আজ হতবাক
এ কোন বিপাক
আসলো হাঁকিরে।।

আমিও সেই সে নবীর
দীপ্ত রবির
আশিক দেওয়ানা
রাহে তার যা কিছু সব
বিলা হিসাব
দেবই নজরানা
জেহাদের ময়দানে তাই
যাই চলে যাই
স্বপ্ন আঁকিরে।।

কথা: মতিউর রহমান মল্লিক
কোরাস: সাইমুম শিল্পী গোষ্ঠী

You Might Also Like

    1 Comments