স্বপ্ন যখন হাটে

By 2:00 AM

 

স্বপ্ন যখন হাটে

এমন কোন লোক কি আছে, যে স্বপ্ন দেখে না? 

প্রতিটি মানুষের মনে কোনো না কোনো স্বপ্ন থাকে। কারো মনে বড় স্বপ্ন আর কারো মনে ছোট পিপীলিকার মতো স্বপ্ন আবার কারো মনে লাল স্বপ্ন আর কারো মনের সবুজ। স্বপ্ন দ্বারা আমি ঘুমিয়ে যে স্বপ্ন দেখা হয় তার কথা বলছি না। স্বপ্ন বলতে আমি ভবিষ্যৎ পরিকল্পনার কথা বুঝিয়েছি, যেমনটি ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম বলেছেন,  “স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো তাই যা তোমাকে ঘুমাতে দেয় না।” 

কারো মনে এই স্বপ্ন বাসা বাঁধে যে সারাজীবন একটু খেয়ে পরে বাঁচতে পারলেই হবে, আবার কারো মনে এই চিন্তা যে আমি কিভাবে দেশের সেরা ধনী হব। কেউ কেউ তো আবার দেশের সীমানা পেরিয়ে বিদেশের সাথে পাল্লা দিচ্ছে। প্রত্যেকে তার স্থান থেকে স্বপ্ন দেখে। আমিও মনে করি প্রত্যেকের স্বপ্ন দেখা উচিত। স্বপ্ন ছাড়া কি মানুষ হতে পারে?

আপনারা তো মনে হয় সারা জীবন একই স্থানে স্থির হয়ে থাকেন? কখনোই না, মানুষ যেমন স্থির থাকে না ঠিক স্বপ্নও স্থির থাকে না। স্বপ্ন আপনার মত করে হাটে চলে দাঁড়িয়ে থাকে। 

কিভাবে? 

আপনি যখন আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটেন, কাজ করে, তখন স্বপ্ন আপনার সাথে আলোর দিকে অগ্রসর হয়। আর আপনি যখন স্বপ্নকে ভুলে তার বিপরীত কাজ করেন বা সপ্নকে ভুলে থাকেন, তখন স্বপ্ন অন্ধকার এক গলি পথে চলতে থাকে এভাবে স্বপ্ন সব সময় চলতে থাকে আপনার গতির সাথে তাল মিলিয়ে আবার আপনি যখন কোন আলোর মধ্যে বসবাস করেন আপনার আশেপাশের লোক গুলো আপনার জন্য আলোর মডেল হয়ে থাকে। তখন আপনার স্বপ্ন আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি আর আপনার পাশের লোক গুলো যদি হয় অন্ধকার জগতের তাহলে আপনিও তাদের মাঝে হারিয়ে যাবেন কারণ অন্ধকারে কখনো কাঙ্খিত জিনিস খুঁজে পাওয়া যায় না।


You Might Also Like

0 Comments