প্রিয় বোন!
প্রিয় বোন!
তুমি কি জানো?
আজকের যুগের মা-বাবারা যে তাদের মেয়েদেরকে একটা বোঝা মনে করে?
তারা ভাবে, তোমাকে একজনের ঘাড়ে তুলে দিতে পারলেই তারা বেঁছে যায়।
কেন? তা কি তুমি জানো ?
কারন তারা তাদের মেয়েদেরকে সঠিক ভাবে বড় করতে পারেনি, মানুষের মত মানুষ করতে পারে্নি, উপযুক্ত শিক্ষা দিতে পারেনি, অর্থাৎ তোমাদের কোন যোগ্যতাই তারা গড়ে দিতে পারে না। যে জিনিসটার জন্য ছেলেরা তোমাদের গ্রহন করবে ,তোমাদের ভালো লাগবে,আর তোমাদের পছন্দ করবে।
এমন কোন গুণই তোমাদের মাঝে থাকে না। তাইতো এখন ভালো ছেলেদের পিছনে মেয়েদের পিতা মাতার লাইন ধরতে হয়, কারন তারা তাদের বোঝাটা(মেয়েটাকে) মাথা থেকে নামাতে চায়(সংসার থেকে)। আর এই বিষয়টার ঠিক বিপরীত দিক থেকে ভেবে দেখো, যদি মেয়েরা তাদের যোগ্যতা,স্বত্বীত্য রাখতে পারতো, তাহলে ছেলেরা মেয়েদের জন্য লাইন ধরতো ভালো মেয়েটা পাওয়ার জন্য। তাই নিজেকে এমন ভাবে গড়ে তোল, যেনো এই যুগের যোগ্য মেয়ে হতে পার । কথাগুলো বললাম, আমার দেখা, চিন্তার ও অভিজ্ঞতা থেকে ৷ ভালো লাগলে মানতে পার । @Saiful Islam Mamun
0 Comments