সাইমুম শিল্পীগোষ্ঠীর কিশোর বিভাগের শিল্পীদের সাথে এসএ টিভিতে গানের সেরা গান ২০২১ এর মঞ্চে

By 7:56 AM

 



আমি ২০১৭ সালে ঢাকাতে আসি পড়ালেখার জন্য তখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি ঢাকার একটি নামকরা প্রতিষ্ঠানে। আমার ঢাকায় আশার পিছনে পড়ালেখার সাথে সাথে আরও একটি উদ্দেশ্য ছিল আর তা হলো আমি সাইমুমে গান শিখবো। যদিও সাইমুমের সাথে যুক্ত হতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তবে আমি সর্বপ্রথম টেলিভিশন প্রোগ্রামে জয়েন হই ২০১৮ সালের রমজান মাসে। এবং সর্বশেষ ২০২১ সালে। আর উপরে ২০২১ সালের মঞ্চের একটি ছবি।

You Might Also Like

0 Comments