জীবন যুদ্ধ ফেসবুক পোস্ট
জীবন তো এক যুদ্ধের নাম, যা সারাটি জীবন যুদ্ধের মধ্যেই থাকে।
আর যুদ্ধ হল এমন একটি মাঠ, সেখানে যদি তুমি প্রতিহত না করতে পারো, তাহলে তুমি শেষ হয়ে যাবে।
ঠিক নদীর স্রোতের মতো,
যদি তুমি স্রোতের মাঝে দাড়িয়ে থাক, তবে স্রোত তোমাকে তার অনুকূলে নিয়ে যাবে, আর যদি সঠিক সময় টিকে থাকার জন্য ব্যাবস্থা না নেও, তাহলেও স্রোত তোমাকে তার দিকে নিয়ে যাবে তুমি কোন ব্যাবস্থা নিতে পারবে না।
আর যদি তুমি টিকে থাকতে চাও, তাহলে স্রোতের গতি বাড়ার আগেই তোমাকে কোন শক্ত এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে, তাহলেই তুমি টিকে থাকার আশা করতে পারো।
0 Comments