প্রকৃত বন্ধু (Real Friend)
প্রকৃত বন্ধু(Real Friend)

``````````````````````````````````
মনপুর গ্রামে দুই বন্ধু ছিল,আমিন ও জামিল। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। আমিন প্রায় প্রতিদিনই জামিলের বাড়িতে যেতো এবং তারপর একসাথে আসরের পর তারা ঘুরতে বের হতো। প্রতিদিন তারা নতুন নতুন স্থান দর্শন করতো। জামিল তেমন যেতোনা আমিনদের বাসায়,আমিনই আসতো।
হঠাৎ একদিন আমিন আসলো না জামিলের বাসায়,কিন্তু সে কাল বলেছিল আজ আসবে।জামিল চিন্তায় পড়ে গেলো ভাবলো কেন সে আসেনি এভাবে সে মাগরিব পর্যন্ত অপেক্ষা করলো,তারপর আর অপেক্ষা করতে পারলো না। মাগরিবের নামাজ আদায় করেই আমিনের বাসায় গিয়ে তার খোঁজ নিলো। গিয়ে দেখলো আমিন বিছানায় কাতরাচ্ছে। গতরাত থেকে প্রচন্ড জ্বর,বিছানা থেকে উঠতে পারছে না। এই অবস্থা জামিলকে খুব কষ্ট দিল। সে আমিনকে রাতের বেলায়ই ডাক্তারের কাছে নিয়ে গেল এবং প্রয়োজনীয় ঔষধ কিনে আবার বাড়িতে পৌঁছে দিয়ে গেল।পরের দিন সকালে আবার তার খোঁজ নিতে তার বাড়িতে আসলো, তাকে খাবার এবং ঔষধ খাইয়ে ধীরে ধীরে সুস্থ করে তোলে। এভাবেই তাদের দুই বন্ধুর বন্ধুত্ব আরও শক্তিশালী হয়।
0 Comments