শিক্ষার উদ্দেশ্য কি?

By 6:04 AM

  



সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। যিনি আমাদের কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আমার আজকের বিষয় হলো শিক্ষার উদ্দেশ্য কি?

আমরা আমাদের সন্তানদের পড়ালেখা শিক্ষা দেই, তার মূল উদ্দেশ্য থাকে ভালো একটা চাকরি করার জন্য, সমাজের প্রভাবশালী হওয়ার জন্য, অহংকার করে বলার জন্য যে, আমার ছেলে এই ডিগ্রিধারী, এই বড় চাকরি করে, এত টাকা মাসে আয় করে ইত্যাদি ইত্যাদি।
আসলে কি এটাই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত ছিল?
আমরা ভুলে গেছি আমাদের প্রকৃত উদ্দেশ্য, আমরা হারিয়ে ফেলেছি আমাদের চেতনা, মানবিকতা এবং আমরা ভুলে গেছি আমাদের গন্তব্যের কথা। আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্যের মোহে পড়ে হারিয়ে ফেলেছি সঠিক রাস্তা, যেটা দিয়ে যেতে হয় মহান রবের নিকট।
আমি বলছি না যে, পড়ালেখা শেষে চাকরি করা যাবে না বা অনেক টাকা ইনকাম করা যাবে না।
তবে আপনার শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি এটা হওয়ার কথা ছিল?
আপনার শিক্ষার উদ্দেশ্য হওয়ার কথা ছিল,
প্রথমেই আপনার প্রভু/সৃষ্টিকর্তা কে সন্তুষ্ট করে তারপর মানুষের মত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করা একজন যোগ্য নাগরিক হিসেবে। সমাজের দুঃখ ভাগাভাগি করে নেওয়া, সমাজ পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধ করা এবং সঠিক পথের দিশা দেওয়া। আত্মীয়-স্বজনের খোঁজখবর নিয়ে তাদের প্রয়োজনে সারা দেওয়া জ্ঞান অর্জন করে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং সঠিক দিক নির্দেশনা দেয়া। পরিবার এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আর্থিক উপার্জনের চেষ্টা করা। এছাড়াও আরো আছে, নৈতিক চরিত্র অর্জন করা ইত্যাদি।
কিন্তু আমরা তা না করে আর্থিক উপার্জন কে প্রাধান্য দিয়েছি এবং স্বার্থপরের মত নিজে একাই সবকিছু ভোগ করার চেষ্টা করে যাচ্ছি। তবে কি আমাদের শিক্ষার উদ্দেশ্য সফল হচ্ছে?
কিছু লোকের কাছে মনে হচ্ছে তারা সফল। কারণ তাদের উদ্দেশ্যই ছিল এটা করা।
হোক সেটা বৈধ বা অবৈধ দেখার বিষয় না।
আমার কাছে তারা ব্যর্থ, শুধু ব্যর্থ নয় চরম ব্যর্থ। ---লেখকঃ সাইফুল ইসলাম মামুন

You Might Also Like

0 Comments