হে নবীন!

By 6:08 AM ,

 

   হে নবীন!

সাইফুল ইসলাম মামুন

তোমার যদি ইচ্ছা জাগে
মনের কথা বলতে,
তোমার যদি ইচ্ছা জাগ
বিশ্বটাকে নিজের মত গড়তে,
আঁধারের বুকে হতে চাও যদি
আলোকের সেই প্রদীপ ,
জুলুমবাজের শিকলটাকে
ভেঙে দিতে চাও যদি,
উত্তপ্ত মরুর বুকে
হতে চাও যদি বৃষ্টি ,
সমাজের বুকে ভোরের হাওয়া
প্রবাহিত হোক চাও যদি,
মানুষের মাঝে মানবতাবোধ
জাগিয়ে দিতে চাও যদি,
অসত্যকে সত্যের দ্বারা
মুছে দিতে চাও যদি ,
লোভীদের মনে সহানুভূতিবোধ
জাগিয়ে দিতে চাও যদি ,
তবে তোমাকে লিখতেই হবে
নতুন কিছু হে নবীন।

You Might Also Like

0 Comments