শিকড় ছেড়ে যেমন গাছ বেছে থাকতে পারেনা,ঠিক তেমনি শিকড় ছাড়া শেখরে পৌছানো যায়না।

By 8:40 AM ,


শিকড় ছেড়ে যেমন গাছ বেছে থাকতে পারেনা,ঠিক তেমনি শিকড় ছাড়া শেখরে পৌছানো যায়না ।
Foundation ছাড়া যেমন কোন বহুতলা ভবন দাঁড়াতে পারেনা,ঠিক তেমনি অতীতকে অস্বীকার করে কেউ  কখনো বিখ্যাত হতে পারে না
.
তাই কেউ যদি মনে করে আমি আমার অতীত ভুলে গিয়েছি ,তবে তার ভাবনা ভুল হবে।
আমি যেমন আমার বর্তমানকে বিশ্বাস করি এবং সম্মান করি,ঠিক তেমনি আমার অতীতকেও করি।
যারা আমায় জন্ম দিয়েছে,কথা বলতে শিখিয়েছে,হাটতে শিখিয়েছে তাদেরকে যেমন আমি ভালবাসি,ঠিক তেমনি ভাবে যারা আমায় লালন-পালন করেছে, শিক্ষা দিয়েছে, চলতে শিখিয়েছে,আমায় সঠিক পথ দেখিয়েছে এবং যারা আমার চলার পথে শক্তি, সাহস, এবং সঙ্গ দিয়েছে   তাদেরকে ও আমি সমান ভালবাসি ।
জীবনে যেমন কিছু করতে হলে শিক্ষার প্রয়োজন আছে, ঠিক তেমনি প্রয়োজন শক্তি সাহস এবং সঙ্গির।
এই জিনিসগুলোকি দূরের কেউ করতে বা দিতে পারে?
নাকি যারা সর্বদা কাছে থাকে তারা করতে পারে?
আমার মনে হয় যারা সর্বদা কাছে থাকে তারা করতে পারে।
কারণ, শক্তি সাহস, এবং সঙ্গ কখন প্রয়োজন তা কেবল কাছের মানুষেরাই জানে এবং বুঝে, তাইতো সেইসব মানুষদের চাইলেই ভুলা যায়না।
আমি যদি সামনে হাটতে চাই, তবে আমাকে আমার অতীতের দিকে তাকাতে হয়, কারণ, শিকড়ের দিকে তাকিয়েই শেখরের কথা ভাবতে হয়।
আমার অতীতের মধ্যে অবশ্যই একটা বড় অংশ হল আমার বুঝার পর থেকে এই পর্যন্ত সময়,
এই দীর্ঘ সময়ে যারা আমার সঙ্গি ছিল তাদেরকে আমি কিভাবে ভুলে যেতে পারি?
তারাতো আমার জীবনেরই একটা অংশ,তাদেরকে ভুলে থাকা মানেতো নিজেকেই ভিলে থাকা,আর কেউ কি নিজেকে ভুলে থাকতে পারে?
কারো সাথে নিয়মিত যোগাযোগ না থাকা মানে এটা নয় যে, তাদেরকে ভুলে গিয়েছি বা ভুলে যাওয়া। হয়তো সময়ের ব্যাস্থতা বা অন্য কোন ব্যাস্থতা তাদের থেকে দূরে রাখে বা ভুলিয়ে রাখে কিছু সময়ের জন্য।
আমি আমার অতীতের সকল শিক্ষক , ছাত্র, বন্ধু-বান্ধন, ভাইবোন, শুভাকাঙ্ক্ষীদের এবং যারা আমার চলার পথে পরামর্শ দিয়েছে, সাহস দিয়েছে, শক্তি দিয়েছে,সঙ্গি হজাও,তাদের আমি অনেক ভালবাসি এবং কখনোই ভুলে যাবনা। “অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ”যারা আমার উপর রাগ করে আছো/আছেন তারা আমায় অবশ্যই ক্ষমা করে দিয়ো/দিবেন।
আমি সর্বদা আপনাদের সবাইকে Miss করি।
জানি এই লিখা সকলের নিকট পৌছাবে না, কিন্তু মনের ব্যাথা বা বেদনা কিছুটা হালকা হবে বলে মনে করি... ----Saiful Islam Mamun






You Might Also Like

0 Comments